আত্মার বন্ধন – মোঃ ইসমাইল । 

0 392

আত্মার বন্ধন –

মোঃ ইসমাইল ।

পরিবার পরিজন মা বাবা ভাই বোন,

এদের নিয়েই তো আত্মার বন্ধন ।

ছোট খাটো ভুল ক্রুটি- ধুয়ে মুছে পরিপাটি,

ঐক্যের বাঁধনে কয়লাও হবে খাটি ।

আষাঢ়ে গগনে আচমকা বিজলির ডরে,

নত করি শির বাঁচিবার তরে।

ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ জাতিস্বত্বার মাঝে,

বিশাল অরণ্য উজাড় স্বরূপ,

নিয়মের বেড়া জালে আদর্শের বাতি জ্বেলে,

গড়ে তোল স্বজন-সমাজ অপরুপ ।

মালী তোলে ফুল গলে দেয় রাণী,

মালি হয়ে ভাই ছড়াও অমর বাণী ।

Leave A Reply

Your email address will not be published.