নিজস্ব প্রতিবেদকঃ
রাঙামাটিতে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া বীর কাশেমের আত্মার মাগফিরাত কামনায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণহত্যার বিচার ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে রাঙ্গামাটিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯:০০ টায় রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাঙ্গামাটির নেতাকর্মীরা, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ ইমাম হোছাইন ইমু, ওয়াহিদুজ্জামান রোমান, মোঃ রবিউল ইসলাম, তাহসিন ওয়াহিদ, মোঃ সাউবান, আব্দুস সাত্তার, মোঃ সোহাগ, মোঃ ইরফান সহ আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া, জেলা পরিষদের সদস্য মোঃ হাবিব আজম এবং রাঙ্গামাটির সাধারণ জনগণও এই জানাজায় অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
জানাজার পর ৯:৩০ টায় এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়, যা কোর্ট বিল্ডিং এলাকা থেকে শুরু হয়ে বনরূপায় এসে শেষ হয় ১০:০০ টায়। মিছিলে ছাত্রজনতা ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছিল। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক গণহত্যা চালিয়েছে। শহীদ বীর কাশেম এই ফ্যাসিস্ট দুঃশাসনের নির্মম শিকার। আমরা এই হত্যার বিচার চাই। খুনি হাসিনার ফাঁসি চাই।”
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেয়, যেমন—
“শহীদের রক্ত বৃথা যেতে দেব না!”
“গণহত্যার বিচার কর, খুনি হাসিনার ফাঁসি চাই!”
“আওয়ামী লীগ নিপাত যাক!”
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ কর!”
বিক্ষোভ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ঘোষণা দেন—
“শহীদ বীর কাশেমসহ সকল শহীদের রক্তের বদলা নিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি অবিলম্বে হত্যাকারীদের বিচার না হয়, তাহলে দেশের ছাত্র সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।”
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়, তবে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশনায়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাঙ্গামাটি