কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

0 29

ডেস্ক রিপোর্টঃ

কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর উদ্যোগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে কাপ্তাই জোন।

এরই ধারাবাহিকতায় অদ্য ১২ ফেব্রুয়ারি (বুধবার) জোন সদরের নব নির্মিত এম আই রুমে স্থানীয় গরীব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনে আগত সুবিধা বঞ্চিত পরিবারের মোট ৮৫ জন বাঙালি ব্যক্তিবর্গের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন কাপ্তাই জোনের মেডিক্যাল অফিসার।

এ সময় কাপ্তাই জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও জোনের পক্ষ হতে স্থানীয় গরীব ও অসহায়দের চিকিৎসা সেবা প্রদান চলমান থাকবে।

Leave A Reply

Your email address will not be published.