পার্বত্য তিন আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা,

0 89

নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দীর্ঘ সময় পর এই অঞ্চলে দলটির সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।

বান্দরবান-৩০০:
বান্দরবান-৩০০ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলটির নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ।

খাগড়াছড়ি-২৯৮:
একই দিনে খাগড়াছড়ি-২৯৮ আসনের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতের কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনেরও নেতা।

রাঙামাটি-২৯৯:
এর আগে, বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ দলটির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোখতার আহমেদকে ঘোষণা করেন। তিনি রাঙামাটি বারের সিনিয়র আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। পাশাপাশি তিনি রাঙামাটি ইসলামী সেন্টারের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

Leave A Reply

Your email address will not be published.