দীঘিনালা জোনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0 155

ডেস্ক রিপোর্টঃ

আজ, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি দীঘিনালায় পশ্চিম থানা বাজার এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শীতের পোশাক বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

পার্বত্য অঞ্চলের শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে শীতের কষ্ট বাড়তে থাকে অসহায় সাধারণ মানুষের। এই শীতে যেন অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কেউই কষ্টে না থাকে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করেন।

এসময় স্থানীয় লোকজন দীঘিনালা জোনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণর জন্য ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ওমর ফারুক, পিএসসি।

এই সময় দীঘিনালা জোনের অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অসহায় প্রান্তিক মানুষের জন্য কাজ করছে, এমন মানবিক কাজ চলমান থাকবে বলে জানান তিনি ।

Leave A Reply

Your email address will not be published.