সাতকানিয়ার পুরানগড়ে উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদাবাজির সময় জনগণের প্রতিরোধের মুখে
সাতকানিয়ার পূর্বাঞ্চলের বাসিন্দারা উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ, আকস্মিক তান্ডবে আতঙ্কিত।
গত কয়েক বছর ধরে সাতকানিয়ার পুরানগড়, বাজালিয়া ও ছদাহা ইউনিয়নে পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। কৃষি থেকে শুরু করে যেকোনো কাজে হাত দিলেই পাহাড়িয় সন্ত্রাসী এসে হাজির হয়। তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করে। এবার পুরানগড়ের গ্রামবাসীরা পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। গত ১৮.০৩.২৪ ইং তারিখে মধ্যরাতে পুরানগড় ইউনিয়নের বৈতরণিতে চাঁদাবাজি করতে আসলে স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া করে তিনটি বাইক পুড়িয়ে দিয়েছে। এসময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তবে এই ঘটনায় উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক চাঁদাবাজিতে কিছু স্থানীয়দের সরাসরি ইন্ধন আছে গুঞ্জন শুনা যাচ্ছে।
এছাড়াও সন্ত্রাসীরা প্রকাশ্যে কেরানিহাট – বান্দরবান সড়কের হলুদিয়া, মেঘলা তালুকদার পাড়া, রেইছা, মাঝের পাড়া ও সুয়ালকে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায় করে।