প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে এইচডিএস-এ প্রশিক্ষণ নিলে দেশ বিদেশে কর্ম মিলে, কাজী মোঃ শফিউল আলম

0 291

ডেস্ক রিপোর্ট:
————————————-
এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের কেয়ারগিভিং ও DMS কোর্সের ছাত্র/ছাত্রীদের মাঝে সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব কাজী মোঃ শফিউল আলম বলেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত ও নিয়নত্রিত প্রতিষ্ঠান এইচডিএস থেকে প্রশিক্ষণ নিলে তা দেশ ও বিদেশে বেশি সমাদ্রিত হবে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ২৪ নভেম্বর প্রতিষ্ঠানের সেমিনার রুমে সাটিফিকেট ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান-২০২৩ অনুষ্টিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথি ছাত্রী/ছাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা যত্রতত্র অবৈধ প্রতিষ্ঠানে না গিয়ে দেখেশুনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিনে এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন। এখন থেকে শুধু বাংলাদেশে নয় ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশেও আপনারা জবের জন্য আবেদন ও ভিসার সুযোগ পাবেন। আজ থেকে সকলে কাজের পাশাপাশি মানবসেবায় নিজকে নিয়োজিত রাখবেন এবং অসহায় মানুষের পাশে থেকে ফ্রি স্বাস্থ্যসেবা দিবেন।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, ডক্টর এস এম হাসান আলী, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি বলেন, একটা দেশকে পরিবর্তন করতে চাইলে যুবদেরকেই এগিয়ে আসতে হবে, আর পরিবর্তণের মুল মন্ত্র হলো দক্ষতামূলক প্রশিক্ষণ যা ইতিমধ্যে আপনারা এই প্রতিষ্ঠান থেকে অর্জন করেছেন।

তিনি সকল শিক্ষিত যুব ছেলেমেয়েদেরকে যুগোপযোগি কেয়ারগিভিং, মেডিকেল স্ক্যাইভিং, ভেটেরিনারী ও ডিএমএস ইত্যাদি প্রফেশনাল কোর্স করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। তবে বর্তমানে কিছু প্রতিষ্ঠান যুব উন্নয়ন, যুব একাডেমি ইত্যাদি নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এদের থেকে সাবধান থাকবেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবিএম মুজাহিদুল ইসলাম, প্রভাষক, হাজী এম এ কলাম সরকারি কলেজ ও ডা. কানিজ ফাতেমা কেয়া, প্রশিক্ষক, এইচডিএস মেডিকেল ইনস্টিটিউট।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আঠেরো ব্যাচের ছাত্রী তাসমিরা সিদ্দিকা রিতা। অনুষ্টানে ছাত্র/ ছাত্রীদের পক্ষ থেকে আলোচনা করেন, মোঃ আজগর হোসেন, দিল আফরোজ কাজল, সিংকেল নাথ, রাশেদুল ইসলাম। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৫০ জন ছাত্র/ছাত্রীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও ব্যাগ প্রদান করেন। সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগীতার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.