সামাজিক কাজের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে আলো ছড়াবে আলো ফাউন্ডেশন লংগদু-সংবর্ধনা অনুষ্ঠানে মিনহাজ মুরশীদ

0 389

 

 

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

 

লংগদু উপজেলায় বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও আলোকিত সমাজ গঠনে আলো ফাউন্ডেশন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য মিনহাজ মুরশীদ।

 

শুক্রবার(২৭ জুন) বেলা ৩টায় মাইনীমুখ ইউনিয়নের এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটি ও আলো ফাউন্ডেশন-লংগদু উপজেলার উদ্যোগে ‘আলো এ্যাওয়ার্ড প্রদান ও সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, এফআইডিসি টিলা গ্রামের অবকাঠামোগত উন্নয়নে আলো ফাউন্ডেশনকে সাথে নিয়ে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।

 

উক্ত অনুষ্ঠানে শিক্ষাবিদ মোঃ নুর জামাল এর সভাপতিত্বে ও আব্দুর রশীদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এ্যাওয়ার্ড প্রাপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ।

 

অ্যাডভোকেট হারুন রশিদ তিনি তার বক্তব্যে বলেন, লংগদু আমার জন্মভূমি। এ এলাকার উন্নয়নে বিশেষ করে এফআইডিসি টিলা গ্রামের উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলকে সৎ ও যোগ্য নেতৃত্বকে সহযোগিতা করতে হবে। শিক্ষা এবং সচেতনতা পারে একটি সমাজকে এগিয়ে নিতে। বিভিন্ন এলাকার উন্নয়নের উদাহরণ হিসেবে তিনি বলেন, বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকা বাইট্টাপাড়া এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলায় আমরা মসজিদ মাদ্রাসা তৈরী করে শিক্ষা এবং উন্নয়নের কাজ করছি। তাই সকলকে সচেতনতা অবলম্বন করে এগিয়ে আসতে হবে।

 

এই সময় সভাপতির বক্তব্যে নুর জামাল বলেন, আলো ফাউন্ডেশনের কার্যাবলী তুলে ধরে সমাজে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা কামনা করেন।

 

জুমার নামাজের পরবর্তী সময়ে উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি মোঃ শুরুজ্জামাল,এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারি হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ সুজন কবির, প্রাক্তন সভাপতি মজিবর রহমান, ফজল করিম ।

 

এর আগে আলো ফাউন্ডেশনের পক্ষে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, আলো ফাউন্ডেশন-লংগদু উপজেলা প্রতি বছর একজনকে আলো এ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এবছর সামাজিক কাজে অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ-কে আলো এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের প্রথমে কুরআন তেলাওয়াত করেন সাহিদুল ইসলাম এবং শেষে ইমাম মাওলানা তরিকুল ইসলাম এর দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.