ডেস্ক রিপোর্টঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দকৃত ২০০ কার্টুন প্যাট্রন ব্রান্ডের সিগারেটের বাজার মূল্য প্রায় সাড়ে ৩লাখ টাকা। বাঘাইহাট সেনা জোন সূত্র জানায়, বুধবার (২৯ জানুয়ারী) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টিম। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ মবিন। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্র ২০০ কার্টুন সিগারেটের ৬টি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী সিগারেট জব্দ করে। ভারতীয় এ সিগারেটগুলো কিয়াংঘাট এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।